Militant Arrest: মুর্শিদাবাদে অভিযান বেঙ্গল STF-এর। পাকড়াও শাদ রাডির এক আত্মীয় ও পরিচিত

ABP Ananda Live: কীভাবে হরিহরপাড়া ও নওদার ভোটার লিস্টে নাম তুলল কেরলে ধৃত ABT জঙ্গি? মুর্শিদাবাদে অভিযান বেঙ্গল STF-এর। পাকড়াও শাদ রাডির এক আত্মীয় ও পরিচিত। বাগদায় বাংলাদেশি সহ ধৃত ২।  

 

আরও খবর, পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মাণ দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এই পরীক্ষার পোশাকি নাম ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন’ বা সংক্ষেপে স্পাডেক্স। সোমবার তার চূড়ান্ত পর্ব শুরু হল। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর কক্ষপথে বুলেটের চেয়ে ১০ গুণ গতিতে ঘুরে চলা দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করা যেমন কঠিন, তেমনই চ্যালেঞ্জিং। বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া এবং চিনের মহাকাশ গবেষণা সংস্থার কাছে রয়েছে এই প্রযুক্তি। ৩০ ডিসেম্বরের মিশনে সফল হলে চতুর্থ দেশ হিসাবে এই ক্লাবে যোগ দেবে ভারত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola