ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.০৮.২৪-পর্ব:২)- অবস্থানে অনড় সুখেন্দুশেখর রায়। পুজো অনুদান প্রত্য়াখ্য়ান একের পর এক ক্লাবের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জি কর মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ হিসেবে, সন্দীপ ঘোষের কার্যকালে, আর্থিক অনিয়মের অভিযোগে গতকাল SIT গঠন করেছে সরকার। তৃণমূল সরকারের সেই সিদ্ধান্তকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন, তৃণমূলেরই সাংসদ জহর সরকার! বললেন, 'আগেই তো রাজ্য সরকার সন্দীপ ঘোষকে নিয়ে তদন্ত করতে পারত।' পাশাপাশি, সন্দীপ ঘোষকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি তুলেছেন তৃণমূল সাংসদ।
আরজি করকাণ্ডে মুখ খোলার জেরে যাঁর কাছে পুলিশের সমন গেছিল। তবে এখনও তিনি নিজের অবস্থানে অনড় সুখেন্দুশেখর রায়।
পরপর পাঁচদিন সিজিও কমপ্লেক্সে ডেকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আজ তলব করা হয়েছিল, ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ, কলকাতা পুলিশের ASI অনুপ দত্তকে। তাঁর ঢোকার সময়, নাটকীয় পরিস্থিতি তৈরি হল CGO চত্বরে। যদিও অনেকেই বলছেন, এই কদিনে আদৌ কি গুরুত্বপূর্ণ কোনও তথ্য় বের করতে পারল CBI?
আর জি করকাণ্ডের জেরে রাজ্য় সরকারের পুজো অনুদান প্রত্য়াখ্য়ান করছে একের পর এক ক্লাব। অন্য়দিকে, পুরুলিয়ার প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ উঠল, লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে, নিজের লক্ষ্মী সুরক্ষিত আছে কিনা, দেখে নিন।