ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৩.২০২৪) : হাইকোর্টের এজলাস থেকে জনতার এজলাসে, অকপট অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ABP Ananda | 27 Mar 2024 08:36 AM (IST)
হাইকোর্টের (High Court) এজলাস থেকে জনতার এজলাসে। বিচারপতি থেকে বিজেপি(BJP) নেতা। স্টুডিওয় অতিথি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)।