ঘণ্টাখানেক সঙ্গে সুমন (30.09.24) ( পর্ব ১ ) : অভিযুক্ত প্রভাবশালীরা বহাল?চিকিৎসক-নিরাপত্তায় অসন্তুষ্ট শীর্ষ আদালত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাজার তিন সালের ছাব্বিশে এপ্রিল, দিল্লিতে একটা সেমিনারে, তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, "বিচারব্যবস্থা হল, সভ্য সমাজের অভিভাবক।" আর তাই বোধহয়, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। সেই নিয়েই ঘণ্টাখানেক সঙ্গে সুমন । যে প্রশ্নগুলি নিয়ে এদিনের আলোচনা, তা হল -
১. হাসপাতালের সুরক্ষার প্রশ্নে ফের সর্বোচ্চ আদালতে প্রশ্নের মুখে সরকারের ভূমিকা। 'কোনও কাজ পঞ্চাশ শতাংশও শেষ হয়নি। এত দেরি কেন?' মাত্র ছাব্বিশ শতাংশ জায়গায় CCTV ক্য়ামেরা বসানো হয়েছে শুনে, রীতিমতো বিরক্ত প্রধান বিচারপতি। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে আদৌ কি আন্তরিক রাজ্য় সরকার?
২. 'একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত সাতজন প্রভাবশালী, আর জি করে এখনও ক্ষমতায়! অবিলম্বে সাসপেন্ড, বা ছুটিতে পাঠানো হোক', সুপ্রিম কোর্টে সওয়াল ডাক্তারদের আইনজীবীর। 'নাম দিক CBI, ব্যবস্থা নিক রাজ্য', বললেন প্রধান বিচারপতি। সন্দেহভাজনরা চেয়ারে থাকলে কী করে বন্ধ হবে 'থ্রেট কালচার?'
৩. খাতায়-কলমে একাধিক সংস্থা, নেপথ্যে একই ব্যক্তি। বেনামে বছরের পর বছর টেন্ডার-দুর্নীতি চলেছে আর জি করে। ধৃত সন্দীপ-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ CBI-এর। প্রভাবশালীদের প্রত্যক্ষ মদত ছাড়া, দিনের পর দিন এই অবাধ দুর্নীতি সম্ভব?
৪. বারবার হুমকি দিচ্ছেন ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর কাছে IMA-র অভিযোগের পরও থোড়াই কেয়ার ভরতপুরের তৃণমূল বিধায়কের। এর আগে ভোটের সময়ও সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করেও ছাড় পেয়ে যান এই প্রাক্তন-মন্ত্রী। দলের প্রচ্ছন্ন মদতেই এতটা বেপরোয়া হুমায়ুন কবীর?
৫. 'যে টাকা দিচ্ছে, তাঁর ছবি যেন প্য়ান্ডেলে টাঙানো থাকে। মুখ্য়মন্ত্রীর ছবি টাঙাতে যাদের অসুবিধা আছে, টাকাটা তাদের না নেওয়াই ভাল', ভাতারের তৃণমূল বিধায়কের মন্তব্য়ে সমালোচনার ঝড়। তবে কি করদাতাদের টাকায় দেওয়া সরকারি অনুদানকে, নিজেদের সম্পত্তি ভাবছে শাসক দল?
৬. ফের আদালতে ধাক্কা রাজ্য়ের। কাল কলকাতায় ডাক্তারদের মহামিছিলের অনুমতি হাইকোর্টের। 'গোটা শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিন, তাহলে কোথাও মিটিং মিছিল হবে না', সমালোচনা বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। নাগরিক-প্রতিবাদে কেন এত অনীহা শাসকের?