ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৮.০৮.২৪): 'এখনও সন্দীপ কেন গ্রেফতার নয়?' , জবাব চাইলেন অভিষেক
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: ভাটপাড়ায় গুলি, কোলে মার্কেটে ধুন্ধুমার, স্টেশনে ইটবৃষ্টি। বিজেপির বাংলা বনধে দিনভর দফায় দফায় খণ্ডযুদ্ধ। বনধ-বাতিলের মামলা খারিজ, মামলাকারী আইনজীবীকে জরিমানা হাইকোর্টের। "বদলা নয় বদল চাই আর নয়, এবার যা ভাল বুঝবেন করুন"। TMCP-র সভা থেকে কর্মীদের 'ফোঁস' করার বার্তা মুখ্যমন্ত্রীর। 'এখনও সন্দীপ কেন গ্রেফতার নয়?' মমতার মঞ্চ থেকে CBI-এর কাছে জবাব চাইলেন অভিষেক। "এখনও ব্যবস্থা নিইনি, এবার কাজে ফিরুন," প্রচ্ছন্ন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 'কর্মবিরতি চলবে,' শহরজোড়া মহামিছিল করে বার্তা জুনিয়র ডাক্তারদের।
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ ঘিরে, বুধবার কলকাতা থেকে জেলা...দিকে দিকে গেরুয়া শিবিরের সঙ্গে পুলিশ-তৃণমূলের খণ্ডযুদ্ধ চোখে পড়ল! বনধ সফল করতে রাস্তায় নামলেন বিজেপির হেভিওয়েট নেতা-বিধায়করা। পাল্টা বনধ ব্য়র্থ করতে রাজপথে দেখা গেল তৃণমূলের নেতা-মন্ত্রীদের।