Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৩.০৭.২৪): কর্মসংস্থানের লক্ষ্যে পাঁচবছরে নিয়োগ হবে ১ কোটি শিক্ষানবিশ
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: মোদির 'শরিকতুষ্টি' বাজেট, বিহার-অন্ধ্রকে ঢালাও বরাদ্দ। সড়ক থেকে সেতু, বিদ্যুৎকেন্দ্র থেকে বিমানবন্দর। নীতীশে কল্পতরু মোদি, নায়ডুকে বিশেষ ১৫ হাজার কোটি। 'পূর্বোদয়' প্রকল্পে বাংলার নাম, তবু আলাদা কোনও প্রকল্পের কথা শোনা গেল না অর্থমন্ত্রীর মুখে। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে নতুন করকাঠামোয় আরও ছাড়, বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশনও। দাম কমছে মোবাইল, সোনা-রুপো থেকে ক্যানসারের ওষুধের। কর্মসংস্থানের লক্ষ্যে পাঁচবছরে নিয়োগ হবে ১ কোটি শিক্ষানবিশ। নতুন চাকরিতে ঢুকলেই একমাসের বেতন PF-এ। ABP Ananda Live
বাজেটে কর্মসংস্থানের ওপর জোর দিল নরেন্দ্র মোদি সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ বছরে ৫০০টি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থায় ১ কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। প্রতিমাসে মিলবে ৫ হাজার টাকা ভাতা। পাশাপাশি যাঁরা প্রথম চাকরিতে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে, এক মাসের বেতন দিয়ে দেওয়া হবে।