ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৪.০৩.২৫)পর্ব ২: আবারও আক্রমণাত্মক দিলীপ, বিচারপতি বর্মাকে ইলাহাবাদ হাইকোর্টে বদলি
ABP Ananda | 25 Mar 2025 10:26 AM (IST)
Ghanta Khanek Sange Suman: 'ধর্ষণ করে খুন? নাকি গণধর্ষণ? সন্দেহভাজন থাকলে কারা তারা?' আর জি কর মামলায় CBI-কে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'অন্যায় কাজের প্রতিবাদ করায় অভয়াকে দেওয়া হয় টানা ডিউটি'। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি অভয়ার মনোবিদের। 'জাল ওষুধ ও হাসপাতালের দুর্নীতি জেনে ফেলায় প্রাতিষ্ঠানিক খুন', বলছেন অভয়ার মা। ধসে বিধ্বস্ত হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দুকে পুলিশি হেনস্থার অভিযোগ, ঘটনাস্থলে গেলেন ববিও। 'পুতনা' থেকে 'শূর্পনখা', বিতর্কের পর আরও আক্রমণাত্মক দিলীপ। বিচারপতির বাংলোয় টাকা উদ্ধারের আঁচে তপ্ত সংসদ, সরব বিরোধীরা। বিতর্কের মধ্যেই দিল্লি থেকে ইলাহাবাদ হাইকোর্টে বদলি বিচারপতি যশবন্ত বর্মা। আর এই প্রেক্ষাপটেই বিচারপতি বাংলোয় পোড়া নোটকাণ্ডের আঁচ সোমবার এসে পড়ল সংসদে।