ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৬.২৪): কেন্দ্র বদল থেকে সাংগঠনিক দুর্বলতা, ফের বিস্ফোরক দিলীপ
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: শপথের আগে বাড়ছে শরিকি চাপ, নাজেহাল বিজেপি। সমর্থনের বিনিময়ে মোদির কাছে লম্বা লিস্ট নায়ডু-নীতীশের। 'অগ্নিবীর' প্রকল্প নিয়ে ভেবে দেখার দাবি JDU ও LJP-র। INDIA জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? কংগ্রেসকে এড়িয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে পরপর বৈঠক অভিষেকের। কেন্দ্র বদল থেকে সাংগঠনিক দুর্বলতা, ফের বিস্ফোরক দিলীপ। '২৪-এও '২১-এর পুনরাবৃত্তি, ভোট শেষে অব্য়াহত সন্ত্রাস।'সন্ত্রাস চললে ৫ বছর বাহিনী রাখতে হবে', কড়া বার্তা হাইকোর্টের।
২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার ১০ বছর পর, এই প্রথম, সরকার গঠনের আগে শরিকদের নানান দাবি দাওয়ার চাপ সামলাতে হচ্ছে নরেন্দ্র মোদিকে। আর এরইমধ্য়ে বঙ্গ বিজেপিতে খারাপ ফল ও একাধিক তারকা প্রার্থীর হার নিয়ে দলের অন্দরেই ধিকিধিকি আগুন জ্বলতে শুরু করেছে। দিলীপ ঘোষ থেকে জগন্নাথ সরকার,লকেট চট্টোপাধ্যায় থেকে সৌমিত্র খাঁ, অনেকেই মুখ খুলছেন রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে।