ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৭.১০.২৪ )পর্ব ১: কৃষ্ণনগর-কাণ্ডে ময়নাতদন্তে হাড়হিম করা তথ্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: কোথাও নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। কোথাও আবার বালির চরে মহিলাকে খুন করে পুঁতে রাখা হচ্ছে। নয়ই অগাস্ট আর জি কর হাসপাতালে, মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, রাজ্য়জুড়ে এত প্রতিবাদ, এত রাতদখলের পরেও ঘটনা কিন্তু থামছে না! কৃষ্ণনগরে স্কুলছাত্রীর দেহ উদ্ধার ঘিরে আরও বাড়ল রহস্য! খুন-গণধর্ষণের মামলা পুলিশের, ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন, 'আগুনে পুড়ে মৃত্যু’ । আত্মহত্যা নাকি জীবন্ত পুড়িয়ে খুন? তদন্তে তৈরি হল SIT । আস্থা নেই পুলিশে, CBI তদন্ত দাবি নিহত ছাত্রীর পরিবারের । ৫০০ মিটারের মধ্যে DM-SP অফিস-সহ একাধিক সরকারি দফতর এরকম হাইসিকিওরিটি জোনেও স্কুলছাত্রীর রহস্যমৃত্যু,জানতে পারল না কেউ! শুরুটা হয়েছিল আর জি কর দিয়ে। তারপর জয়নগরে বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, এবং শেষে কৃষ্ণনগরে বালিকার রহস্যমৃত্যু। প্রতিটি ঘটনাতেই পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না নিহতদের পরিবার। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ বারবার পক্ষপাতদুষ্ট আচরণ করার কারণেই, প্রশাসনের ওপর থেকে আস্থা চলে যাচ্ছে অসহায় পরিবারগুলোর।