ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০১.০৩.২৪):তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের।ABP Ananda LIVE
ABP Ananda | 02 Mar 2024 09:23 AM (IST)
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক (TMC State General Secretary) ও মুখপাত্রের (TMC Spokesperson) পদ থেকে আচমকা ইস্তফা কুণাল ঘোষের (Kunal Ghosh Resignation)। বললেন, 'দলে আমি মিস-ফিট।' মমতা-অভিষেককে হোয়াটস অ্য়াপ করে জানালেন পদত্যাগের সিদ্ধান্ত। ভোটের আগে কুণালের এই সিদ্ধান্তে কতটা অস্বস্তিতে শাসক-শিবির? 'সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় (TMC MP Sudip Banerjee) বিজেপির লোক। উত্তর কলকাতায় দু'জন বিজেপি প্রার্থী। একজন ঘাসফুলের, একজন পদ্মফুলের।' দলীয় পদ ছেড়ে দলেরই সাংসদকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। কোন পক্ষ নেবে দলের শীর্ষনেতৃত্ব? এবিপি আনন্দকে দীর্ঘ সাক্ষাৎকার তাঁর।