ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৫.০৬.২০২৪): শরিকদের ভরসায় সরকার গঠনের তোড়জোড়, বৈঠকে NDA। ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: শরিকদের ভরসায় সরকার গঠনের তোড়জোড়, বৈঠকে NDA। পাল্টা ঘুঁটি সাজাতে বৈঠকে INDIA জোটও। জল্পনায় জল ঢেলে মোদির বাসভবনে নীতীশ-নায়ডু দুজনেই।তবুও হাল ছাড়তে নারাজ INDIA জোট। INDIA-র বৈঠকে মমতার প্রতিনিধি অভিষেক। "বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ হোন রাহুলই," জোরালো সওয়াল সঞ্জয় রাউতের। সৌমিত্র বলছেন, "তৃণমূলের সঙ্গে সেটিং," দিলীপ বলছেন, "কাঠিবাজি"। বিপর্যয়ের পর তীব্র ক্ষোভ বঙ্গ বিজেপিতেই।
লোকসভা ভোটের ফল বেরিয়েছে, এবার সরকার গঠনে তোড়জোড় শুরু হয়েছে দিল্লিতে। আজ বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাতে পারে NDA শিবির। তবে তৃতীয় মোদি সরকারের পথ চলার জন্য়, বিজেপি নেতৃত্বকে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর ওপরই ভরসা করে থাকতে হবে। সূত্রের খবর, মন্ত্রিত্ব, স্পিকার-পদ সহ একাধিক দাবি জানিয়েছেন JDU এবং TDP-র শীর্ষ নেতৃত্ব। চন্দ্রবাবু এবং নীতীশ দুজনেই NDA-কে সমর্থনের কথা জানালেও হাল ছাড়তে রাজি নয় INDIA শিবির। বারবার তারা হাতিয়ার করছে, বিজেপির একক সংখ্য়াগরিষ্ঠ দল না হওয়ার ইস্য়ুকে। পাশাপাশি চলছে রাজনৈতিক দৌত্য়ও। রণকৌশল ঠিক করতে আজ তারাও বৈঠকে বসছে।