ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৯.০৮.২৪): চিকিৎসকের মায়ের দাবি ঘিরে আরও জোরাল প্রমাণ লোপাটের তত্ত্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: নির্যাতিতার পরিবারকে আর জি কর থেকে ৩ ফোনে ৩ বয়ান! 'অসুস্থতা' থেকে 'আত্মহত্যা',এবিপি আনন্দর হাতে ভাইরাল সেই ৩ অডিও ক্লিপ। বয়ান বদলের মতো বারবার বদলানো হয়েছিল নির্যাতিতার দেহের চাদরও ? চিকিৎসকের মায়ের দাবি ঘিরে আরও জোরাল প্রমাণ লোপাটের তত্ত্ব। ফোঁস-মন্তব্যে তুঙ্গে বিতর্ক, আজ রামকৃষ্ণের প্রসঙ্গ টেনে ব্যাখ্যা মমতার। মিলছে না মিসিং লিঙ্ক, ফের সন্দীপকে জিজ্ঞাসাবাদ CBI-এর। বিচার চেয়ে আজ ফের পথে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকরা। রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ, এবার অনুদান ফেরাল নাট্যদলও।
এক দিনে ৩ বার ফোন! ফোনে এক এক বার, এক এক রকম কথা! কণ্ঠস্বরেও সংবেদনশীলতার স্পষ্ট অভাব! আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় নতুন মোড়। প্রথমে জানানো হয়েছিল - মেয়ের শরীর খারাপ হয়েছে। এবার দ্বিতীয় ফোন। দ্বিতীয়বার জানানো হয়েছিল - মেয়ের অবস্থা খুবই খারাপ। জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে।