GhantaKhanek Sange Suman(১৩.০৩.২০২৫) পর্ব ১: গুণমান পরীক্ষায় দেশে এক বছরে ফেল ৯৭৬টা অতি-চেনা ওষুধ! | ABP Ananda LIVE
ABP Ananda Live: গুণমান পরীক্ষায় দেশে এক বছরে ফেল ৯৭৬টা অতি-চেনা ওষুধ! ডাহা ফেলের তালিকার ৩২% ওষুধের নমুনাই পশ্চিমবঙ্গের! প্রেসার, সুগার থেকে অ্যান্টিবায়োটিক -- সব ওষুধেই ভেজাল! ধরা পড়ছে কেন্দ্রের পরীক্ষায়, কী করছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল? কীভাবে চিনবেন ভেজাল ওষুধ ? কী বলছেন প্রথম সারির চিকিৎসক ও ওষুধ বিক্রেতারা? শুভেন্দুর 'চ্যাংদোলা', হুমায়ুনের 'ঠুসে দেব', সিদ্দিকুল্লার ‘ঠ্যাং ভাঙব’। তৃণমূল-বিজেপির 'ধর্মযুদ্ধে' আজও তোলপাড় বিধানসভা। বালি ও মাটি পাচার রুখতে গিয়ে দিকে-দিকে আক্রান্ত পুলিশ। বাঁকুড়ায় পুলিশ ক্যাম্পে হামলা, মুর্শিদাবাদে পুলিশকে কোপ।
ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের 'খেলা শুরু' মন্তব্য
মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা, বুধবার সকালে অবস্থান বদল, বিকেলে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন মলয় রায়। ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের 'খেলা শুরু' মন্তব্য। 'কালকে বলেছিলাম খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলোয়াড় জার্সি পরতে পারছে না। সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে', ইস্তফা দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতা পানিহাটির পুরসভার পদত্যাগী চেয়ারম্যানের।
'শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল খেলায় কোনও নিষেধাজ্ঞা নেই', শান্তিনিকেতনের পরিবেশ বাঁচিয়ে রং খেলা যাবে, জানিয়ে দিল বীরভূম জেলা পুলিশ। 'বসন্ত উৎসব ও হোলি উদযাপন সম্পর্কে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি। সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছি', ফেসবুকে পোস্ট বীরভূম জেলা পুলিশের।