Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৫) পর্ব ১ : যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman: যাদবপুরকাণ্ডে ব্রাত্য বসু, গাড়ির চালক ও ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে FIR। হাইকোর্টের নির্দেশের পর জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। SFI ও DSO নেত্রীদের থানায় তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের মেদিনীপুরের কলেজ ছাত্রীর। জনৈক 'অভিষেক' থেকে শিক্ষামন্ত্রী পার্থ, এবিপি আনন্দর হাতে CBI চার্জশিটের নথি। 'বিজেপির মতো ভাববাচ্যে কথা এজেন্সির, ভয় দেখে ভাল লাগছে', আগেই বলেছিলেন অভিষেক। 'কুন্তলের বাড়িতে থাকত টাকা গোনার মেশিন, গোনার পর টাকা যেত সুজয়কৃষ্ণর কাছে'। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে পেশ করা CBI-এর নথিতে উল্লেখ।
মালদার স্কুলে পরীক্ষার আগে তল্লাশিতে 'আপত্তি', শিক্ষকদের 'মার' !
পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও যেমন গুরুত্ব দিয়ে দেখা হয়, ঠিক ততটাই পরীক্ষাকেন্দ্রে নকল রুখতেও কড়া নজর শিক্ষা দফতরের। চলতি বছরেও সেই মতোই বুধবার ইংরেজি পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের তল্লাশি করেন শিক্ষকরা। কিন্তু এরপরেই ভয়াবহ ঘটনাটি ঘটে যায় মালদার এক স্কুলে ! এবার মালদায় শিক্ষক নিগ্রহের ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে।