GhantaKhanek Sange Suman (১২.০৩.২০২৫) পর্ব ২: এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলিতে দেহ! অভিযুক্তকে জাপটে ধরলেন ক্যাবচালক | ABP Ananda LIVE

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: কারও মুখে মুসলমান, কারও হাতিয়ার হিন্দু, সংঘাতে দিনভর উত্তপ্ত বিধানসভা। "এত সাহস!" শুভেন্দুর মুসলিম বিধায়কদের 'রাস্তায় ফেলা' মন্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী। 'ঠ্যাং ভাঙব,' বলছেন সিদ্দিকুল্লা, 'ঠুসে দেওয়ার' হুমকি হুমায়ুনের। "সাহস থাকলে ছুঁয়ে দেখাও," হুঙ্কার বিরোধী দলনেতার। শুভেন্দুর বিরুদ্ধে FIR-এর হুমকি সিদ্দিকুল্লার, FIR করলেন কংগ্রেসের ভিক্টর। 'মুসলিম-বিধায়কদের 'রাস্তায় ফেলা' মন্তব্য নিয়ে কথা বলব শুভেন্দুর সঙ্গে,' জানালেন সুকান্ত। এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলিতে দেহ! অভিযুক্তকে জাপটে ধরলেন ক্যাবচালক। পরতে পরতে নাটক, দেহ উদ্ধারের সাক্ষী এবিপি আনন্দ। শনিবার থেকে পরপর পদত্যাগের নির্দেশ, তাও পদে অনড় পানিহাটির পুরপ্রধান।
বিধানসভার মধ্য়ে খুন করা হতে পারে বিরোধী দলনেতাকে, এমনই অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
বিধানসভার মধ্য়ে খুন করা হতে পারে বিরোধী দলনেতাকে। আজ এমনই অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর নিরাপত্তার দাবি জানিয়ে বিধানসভার সচিবালয়ে চিঠি দিচ্ছে বিজেপি। চিঠিতে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিধানসভায় ঢুকতে দেওয়ার বিষয়টি ফের বিবেচনা করতে বলা হয়। জবাবে বিধানসভার সচিবালয় থেকে বলা হয়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের বিধানসভা চত্বরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছেন বিধানসভার অধ্যক্ষ। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে সিপিএম আমলের কথা টেনে আনেন শুভেনদু অধিকারী। ভূয়সী প্রশংসা করেন তৎকালীন মুখ্য়মন্ত্রী জ্য়োতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের।