ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৮.০৯.২০২৫)পর্ব ২: বিক্ষোভে উত্তাল নেপাল, পুলিশের গুলিতে মৃত্যু অন্তত ২১ ছাত্র-যুবর
Ghantakhanek Sange Suman: কলকাতা থেকে ঝাড়গ্রাম -- কাকভোর থেকেই একসঙ্গে ২২ জায়গায় ED-র রেড । মাইনিং সংস্থার ডিরেক্টর থেকে কর্মী, নজরে বহু, উদ্ধার লক্ষ-লক্ষ টাকা । মিস্ত্রি থেকে অট্টালিকার মালিক, ED-র স্ক্যানারে ঝাড়গ্রামের জাহিরুল । "বিরাট দুর্নীতি, টাকা গেছে তৃণমূলের ওপরমহলে," অভিযোগ শুভেন্দু অধিকারীর । "ভোট আসছে বলেই এজেন্সি এত তৎপর," পাল্টা তৃণমূল । বিক্ষোভে উত্তাল নেপাল, পুলিশের গুলিতে মৃত্যু অন্তত ১৮ জন ছাত্র-যুবর । সোশাল মিডিয়া ব্যানের প্রতিবাদে সংসদে হাজার-হাজার বিক্ষোভকারী, লাগানো হল আগুন । 'সোশাল মিডিয়া নয়, বন্ধ হোক দুর্নীতি,' কাঠমান্ডুর বাইরেও ছড়াচ্ছে বিদ্রোহ । নেপালের অশান্তিতে চূড়ান্ত সতর্কতা ভারতে, সীমান্তে আরও আঁটোসাঁটো নিরাপত্তা
ছাত্র-যুবর বিক্ষোভে উত্তাল নেপাল। পুলিশের গুলিতে মৃত্য়ু হল অন্তত আঠারোজন বিক্ষোভকারীর। সংসদে ঢুকেও আগুন লাগানো তরুণ বিক্ষোভকারীরা।
পথে 'GEN Z', মুখে মুখে স্লোগান। কারও হাতে দেশের জাতীয় পতাকা। ছাত্র-যুবদের আন্দোলনে উত্তাল নেপালের রাজধানী কাঠমনডু। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্য়া!নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্য়াপ, X হ্যান্ডেল-সহ ২৬টি সোশাল মিডিয়া প্ল্য়াটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরই বিক্ষোভ দানা বাধতে শুরু করে। সোমবার পরিস্থিতি চরমে ওঠে। সোমবার সংসদ ভবনেরও ভাঙচুর চালানো হয়। আন্দোলনকারীদের দাবি, এই নিষেধাজ্ঞা আদতে সোশাল মিডিয়ায় নয়, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে সরকার। নেপালে বেশকিছুদিন ধরেই সরকারের বিরুদ্ধে ব্য়াপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠছে। সেই পুঞ্জীভূত ক্ষোভই কি এবার রাজপথে আছড়ে পড়ছে?