Ghantakhanek Sange Suman (২৮.০২.২০২৫) পর্ব ৩: কীভাবে সেজে উঠছে দিঘার জগন্নাথ ধাম? কেমন দেখতে গর্ভগৃহ, রাম মন্দিরের সঙ্গে মিল? | ABP Ananda LIVE

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: নীল সমুদ্র আর সোনালি বালির তটে, এবার এক নতুন আকর্ষণ। আমাদের রাজ্য়ের দিঘায়, সারা দেশের পুণ্য়ার্থী এবং পর্যটকদের স্বাগত জানাতে তৈরি, জগন্নাথদেবের মন্দির। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। সেই স্থাপত্য়, সেই উচ্চতা। মুখ্য়মন্ত্রী ঘোষণা করেছেন, মন্দিরের উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়। তার আগে কীভাবে সেজে উঠছে দিঘার জগন্নাথ ধাম? কেমন দেখতে দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ? বেলে পাথরের দেওয়ালে কোন শিল্পকলা থাকছে? অযোধ্য়ার রাম মন্দিরের সঙ্গেই বা এই মন্দিরের মিলটা কোথায়? এবিপি আনন্দর ক্য়ামেরার চোখে দেখাব আপনাদের--- দেখুন EXCLUSIVE রিপোর্ট
আরও খবর...
ফের পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই
ফের পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই। চোপড়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হল প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল ধস্তাধস্তি। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় পুলিশকে বাধা গ্রামবাসীদের। পুলিশের হাত থেকে অভিযুক্ত মজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসীরা।