Dilip Ghosh: বিয়ের পর দিলীপের সঙ্গে দক্ষিণেশ্বরে রিঙ্কু, কী বললেন তিনি?

ABP Ananda Live: শুক্রবার বিয়ে সেরেছেন। একেবারে আড়ম্বরহীন ভাবেই চারহাত এক করতে চেয়েছিলেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। কিন্তু শুভাকাঙ্খীদের আনাগোনা ও সংবাদমাধ্যমের ভিড় তো ছিলই। তারপরদিন থেকেই তিনি রাজনৈতিক কর্মসূচিতে। আর রিঙ্কু মজুমদার সামলাচ্ছেন সংসার আর শাশুড়ি-মাকে। তবে আদতে বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মঙ্গলবারই বুঝিয়ে দিলেন স্বামীর রাজনৈতিক মিশনে তিনি থাকছেন, কাঁধি কাঁধ মিলিয়েই।  এদিন স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে। বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন, তিনি মায়ের কাছে বাংলার মানুষের মঙ্গল চেয়েছেন...চেয়েছেন গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গ সরকারের পতন হোক। আগাগোড়া রিঙ্কু মজুমদারের কথায় রাজনৈতিক বার্তা। দিলীপ ঘরণী বললেন, সবার প্রথম প্রার্থনা করলাম পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, অশুভ শক্তির বিনাশ হোক। সেই সঙ্গে রিঙ্কুর উল্লেখ তিনি নাকি চেয়েছেন, তাঁরা যেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক ভাবে অশুভ শক্তির সঙ্গে লড়তে পারেন। সেই সঙ্গে যেন রাজ্যে যেন বিজেপি প্রতিষ্ঠা পায়। সবাই মিলে যাতে জনকল্যাণের স্বার্থে রাজনৈতিক ভাবে সরকারের পতন ঘটাতে পারেন। দিলীপ ঘোষও সহধর্মিনীর সুরে সুর মিলিয়েই বললেন, তিনিও সকলের ভাল থাকার জন্যই প্রার্থনা করেছেন। বাংলার শান্তি চেয়েছেন।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola