ঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ১, ৭.২.২৫ ):ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ফের মৃত্য়ুমিছিল, দায় কার?
Ghantakhanek Sange Suman: ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ফের মৃত্য়ুমিছিল। এবার কল্যাণী রথতলায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে অন্তত ৪ জনের মৃত্যু হল। বিস্ফোরণের অভিঘাতে ধূলিস্য়াৎ হয়ে গেছে আস্ত কারখানা। কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা থেকে, রানাঘাট পুলিশ জেলার সুপারের অফিসের দূরত্ব মেরেকেটে এক কিলোমিটার। আর এখানেই রমরমিয়ে চলছিল বেআইনি বাজির কারবার। যেখানে আজ বিস্ফোরণ ঘটে, সেই এলাকা এতটাই ঘিঞ্জি, যে যে দমকলের গাড়িই ঢুকতে পারেনি। প্রশ্ন উঠছে, এরকম জায়গায় কারখানা তৈরি হল কীকরে? এতদিন চললই বা কীকরে? তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভার চেয়ারম্যান বলছেন, শুধু বাজি বিক্রির অনুমতি ছিল। অথচ মৃতের পরিবারই স্পষ্ট জানাচ্ছে, শব্দবাজি বানানো হত। আজ সন্ধেয় পুলিশের জালে ধরা পড়েন (আটক) বাজি কারখানার মালিক খোকন বিশ্বাস। বাজি বিস্ফোরণের পর ঘটনাস্থলে যান কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তাঁর সঙ্গে ছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষও। স্থানীয় বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান দেন কয়েকজন।