ঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ৩, ৪.১২.২৪): হিন্দু নির্যাতনের নিন্দা করে BNP-র রোষে এবিপি আনন্দ
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: হিন্দু নির্যাতনের নিন্দা করে বিএনপি-র রোষে এবিপি আনন্দ। 'বাংলাদেশ জুড়ে তীব্র ভারত বিরোধিতা। ক্রমাগত মিথ্যে অপপ্রচার। খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার', মন্তব্য রুহুল কবীর রিজভির। কোন দল সরকারে আছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সময় সেটা আমরা দেখি না। যেখানে আমাদের মনে হয়, গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে, মানবতাকে আঘাত করা হচ্ছে, সেখানেই গর্জে উঠি আমরা। এই যেমন কয়েক মাস আগে, হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ যখন রাস্তায় নেমে আন্দোলন করছে, এবং তাদের ওপর পুলিশ ও সেনার গুলি চলছে, তখনও আমরা সরব হয়েছি, ঠিক আজকে যেমন আমরা বাংলাদেশের অত্য়াচারিত হিন্দুদের জন্য় বলছি। আমরাই তো সেইসময়, হাসিনা সরকারের একনায়কতন্ত্রী মনোভাব, স্বেচ্ছাচার, এসবের বিরুদ্ধে সরব হয়েছি। প্রশ্ন তুলেছি, কেন আওয়ামি লিগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ ক্য়াম্পাসে ক্য়াম্পাসে দাদাগিরি চালাবে? ABP Ananda Live