ঘণ্টাখানেক সঙ্গে সুমন (পর্ব-২, ১০.১.২৫): তৃণমূল থেকেই সাসপেন্ড অভিষেকপন্থী শান্তনু, সাসপেন্ড আরাবুলও
Continues below advertisement

তৃণমূল থেকেই সাসপেন্ড অভিষেকপন্থী শান্তনু, সাসপেন্ড আরাবুলও
Ghantakhanek Sange Suman: একাধিক পদ কাড়া হয়েছিল আগেই। এবার দলবিরোধী কাজের অভিযোগে, প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল। আর জি করকাণ্ডে একাধিক ইস্য়ুতে মুখ খুলেছিলেন তিনি। আন্দোলনকারীদের সমর্থনেও এগিয়ে এসেছিলেন তিনি। প্রশ্ন উঠছে, সে কারণেই কি শাস্তির খাঁড়া নামল তাঁর ওপর? শান্তনু সেনের সঙ্গে সাসপেন্ড করা হয়েছে, আরাবুল ইসলামকেও। এবার সাসপেন্ডেড আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু আরাবুল ও তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে। বিজয়গঞ্জ থানায় ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের। গত বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে আরাবুল ও সওকত অনুগামীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। আরাবুল ও তাঁর ছেলের নির্দেশেই হামলা, এই অভিযোগে থানার দ্বারস্থ ৩ স্থানীয় বাসিন্দা। আরও ৯ আরাবুল অনুগামীর বিরুদ্ধে মামলা দায়ের, ১ জন গ্রেফতার।
Continues below advertisement
Tv Show (Tv Show) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে