ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩.৯.২৪)পর্ব ১:স্টেথোর চাপে নতিস্বীকার পুলিশের। খুলল লৌহকপাট। সরল ব্যারিকেড
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: ফিয়ার্স লেনে 'ফিয়ারলেস' আন্দোলন, অবশেষে নতিস্বীকার পুলিশের। স্টেথোর চাপে লৌহকপাট ও শিকল খুলতে বাধ্য হল পুলিশ, পিছোল ব্যারিকেডও। এতটুকুও নড়চড় হয়নি দাবির, তাও মানতে কেন ২২ ঘণ্টা লাগল লালবাজারের? আন্দোলনে সামিল সিনিয়র ডাক্তাররাও, বাইপাস বরাবর নজিরবিহীন মানববন্ধন। ৫ মাস আগেই সন্দীপের বিরুদ্ধে কোর্টে জমা পড়েছিল দুর্নীতির অভিযোগ। তদন্ত করে গত এপ্রিলে এই সন্দীপ ঘোষকেই ক্লিনচিট দিয়েছিল টালা থানা! নিজাম প্যালেস থেকে কোর্ট চত্বর, দফায় দফায় চোর স্লোগান শুনলেন সন্দীপ। এবার সরকারি অর্থ ও পুরস্কার ফেরাচ্ছেন নাট্যপরিচালক চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায়।
ফিয়ার্স লেনে 'ফিয়ারলেস' আন্দোলন জুনিয়র চিকিৎসকদের। উর্দি বনাম স্টেথোর স্নায়ুর লড়াইয়ে প্রতীকী শিরদাঁড়ার সামনে অবশেষে বাইশ ঘণ্টা পর নতিস্বীকার করল লালবাজার। আন্দোলনকারীদের দাবি মেনে সরল লৌহকপাট। নয় ফুঁট উঁচু গার্ডরেল ও শিকল খুলতে বাধ্য হল পুলিশ। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে, তাঁর কাছে তাঁরই পদত্য়াগ দাবি করলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিলেও, জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।