Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৫.০৯.২৪): খাস টালা থানায় বসেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাট করতে ভুয়ো নথি তৈরির ছক?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখাস টালা থানায় বসেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাট করতে ভুয়ো নথি তৈরির ছক? টালা থানার ওসি ও সন্দীপ ঘোষকে জেরা করে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি CBI-এর। রহস্য লুকিয়ে থানার CCTV ফুটেজেই? ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় CBI, থ্রেট কালচারের তদন্তে আর জি করের কমিটি, অভিযুক্তদের দেখেই উঠল স্লোগানের ঝড়। বছরের পর বছর ধরে সরকারি হাসপাতালে দেওয়া হচ্ছিল নিম্নমানের ওষুধ? কী অভিযোগ চিকিৎসকদের একাংশের? 'মৃতদেহ উদ্ধারের দিন ৩-৪ বার কথা হয়েছিল অভীক দে-র সঙ্গে, আমি নিজেই থ্রেট কালচারের শিকার', এবিপি আনন্দে বিস্ফোরক সাক্ষাৎকার বিতর্কিত ডাক্তার শ্যামাপ্রসাদ দাসের।
কলকাতার এসএসকেএম, আরজি কর-ই হোক বা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। গত কয়েক দিনে, থ্রেট কালচার নিয়ে একের পর এক বিস্ফোরক বক্তব্য, অডিও ক্লিপ সামনে এসেছে। আর আজ, আরজি কর মেডিক্যালে হুমকি দেওয়ায় অভিযুক্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এই হাসপাতালেরই বিশেষ তদন্ত কমিটি। ১২ জনের এই তালিকায় নাম রয়েছে আর জি কর মেডিক্যালের ইন্টার্ন সারিফ হাসানেরও।