GhantaKhanek Sange Suman (১১.০৩.২৫) পর্ব ১ : ভোটার লিস্টে ভূত ঢোকাচ্ছে কারা? তরজায় তোলপাড় বাংলা থেকে দিল্লি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: ভোটার লিস্টে ভূত ঢোকাচ্ছে কারা? তরজায় তোলপাড় বাংলা থেকে দিল্লি । ভুয়ো ভোটার-ইস্যুতে সংসদে তৃণমূলের পাশে কংগ্রেস, একসঙ্গে ওয়াকআউট । একে অপরের বিরুদ্ধে নালিশ জানাতে একইদিনে নির্বাচন কমিশনে বিজেপি-তৃণমূল । "ক্ষমতায় এলে তৃণমূলের মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব," হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। প্রায় ৮৩ বিঘার অমরাবতী মাঠে পুরসভার মদতেই প্রোমোটারের থাবা? মুখ্য়মন্ত্রীর নির্দেশের পর ৭২ ঘণ্টা পার, এখনও চেয়ার আঁকড়ে পানিহাটির পুরপ্রধান! । পদত্য়াগ করতে বলে ফোন করলেন ববি, 'চক্রান্ত' বলছেন পুর চেয়ারম্য়ান । SFI-নেত্রীকে নির্যাতনের অভিযোগ, সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখতে IG-কে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের
পাকিস্তানের বালুচিস্তান সীমানায় হাইজ্যাক করা হল ট্রেন। ৫০০ যাত্রী-সহ পাকিস্তানে ট্রেন ছিনতাই করল দেশের বিচ্ছিন্নতাকামী সংগঠন Baloch Liberation Army. পাক সরকার যদিও ওই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করে। ৫০০-র মধ্যে শতাধিক যাত্রীকে BLA পণবন্দি করেছে বলে খবর। পণবন্দি হওয়া যাত্রীদের মধ্যে পাক সেনা-সহ সাধারণ মানুষ রয়েছেন বলে জানা যাচ্ছে। ট্রেন হাইজ্যাক করার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। পাক সেনার বেশ কয়েক জন রয়েছেন ট্রেনে। রেললাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটিকে হাইজ্যাক করা হয় বলে খবর। গুলিতে কিছু যাত্রী আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। (Pakistan Train Hijack)