GhantaKhanek Sange Suman(০১.০৯.২৫) পর্ব ১: SSC-'দাগি'দের তালিকায় একাধিক তৃণমূল নেতার ঘরের লোক, মিলেছে বিরোধীদের কানেকশনও!
ABP Ananda LIVE: SSC-র দাগিদের তালিকা বেরোতেই খুলে গেল প্যান্ডোরার বাক্স। বিধায়কের মেয়ে-বউমা থেকে প্রাক্তন মন্ত্রীর মেয়ে। দাগিদের তালিকার পরতে-পরতে তৃণমূল যোগ। "সংখ্যাটা ১৮০০ নয়, দাগি অন্তত ৬ হাজার," দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে বিকাশ ভট্টাচার্যের। "চাকরি করুক বা না করুক, একজন দাগিও যেন পরীক্ষায় না বসে," হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের।মেয়ো রোডে তৃণমূলের ভাষা-আন্দোলনের মঞ্চ খুলল সেনা, তুঙ্গে সংঘাত। "আমাকে দেখেই ২০০ জওয়ান পালিয়েছে, সেনার অপব্যবহার করছে বিজেপি," আক্রমণ মুখ্যমন্ত্রীর। "বারবার বলা হলেও খোলা হয়নি মঞ্চ, তাই পুলিশকে জানিয়েই পদক্ষেপ," বিবৃতি সেনাবাহিনীর।
আরও খবর...
SSC-র দাগি-তালিকায় শাসকেরই আধিপত্য়। বিধায়কদের একাংশের নিকটাত্মীয় থেকে নেতা কিম্বা তাঁদের পরিজন। তালিকার ছত্রেছত্রে তৃণমূল-যোগ প্রকাশ্য়ে। অন্য়দিকে, ED কোর্টে জানিয়েছে, শিক্ষা-দুর্নীতিতে এখনও পর্যন্ত দুশো আটত্রিশ কোটি টাকার নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে!