GhantaKhanek Sange Suman(২৮.০৮.২৫) পর্ব ২: জয় শা-র প্রসঙ্গ টেনে অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: SSC-র পরীক্ষার আগেই রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের । '৭ দিনেই প্রকাশ করতে হবে দাগিদের তালিকা, একজন দাগিও পরীক্ষায় বসলে CBI তদন্ত' । এবার ডেডলাইন বেঁধে দিয়ে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের । 'মন্ত্রীর প্রার্থীদের ঢোকাতে গিয়ে কালিমালিপ্ত প্রক্রিয়া, দায়ী রাজ্য, SSC,পর্ষদ,' মন্তব্য সর্বোচ্চ আদালতের । হেফাজতে ভাইপো জীবনকৃষ্ণ, CGO-তে কাউন্সিলর পিসিকে জিজ্ঞাসাবাদ ED-র । "আপনার ছেলে ক্রিকেট বোর্ডের সভাপতি, এটা পরিবারতন্ত্র নয়?" । জয় শা-র প্রসঙ্গ টেনে অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রীর । "দুর্নীতির পাঁকে ডুবে সরকার, বিদায়ের দেরি নেই," কটাক্ষ শমীকের । TMCP-র প্রতিষ্ঠাদিবসের দিন নির্বিঘ্নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, হাজিরা ৯৬ শতাংশের । আগে চেয়েছিলেন পরীক্ষা পিছোতে, এবার মমতা-অভিষেকের ছবি দেওয়া পাঞ্জাবি পরলেন সুরেন্দ্রনাথের অধ্যক্ষ
আরও খবর....
নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে সাতদিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দায়ী করল সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্টই বলেন, মধ্যশিক্ষা পর্ষদ, SSC, রাজ্য সরকার গন্ডগোল করেছে, আর আদালতকে দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক?