Ghantakhanek Sange Suman(১২.১২.২০২৫) পর্ব ২: সন্দেশখালিকাণ্ডের FIR-এ বিস্ফোরক দাবি সাক্ষী ভোলানাথের | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: 'জেল থেকে স্ত্রী-কে ফোন করে হামলার নির্দেশ দিয়েছিল শেখ শাহজাহান', সন্দেশখালিকাণ্ডের FIR-এ বিস্ফোরক দাবি সাক্ষী ভোলানাথের। ২৩দিন ট্রাকের পার্কিং, আলাদা গাড়িতে সাক্ষীকে মার্কিং, শেষ মুহূর্তে অন্যহাতে স্টিয়ারিং! তদন্তে উঠে আসা তথ্যে জোরাল হচ্ছে ভোলানাথকে খুনের চেষ্টার সম্ভাবনা। ওয়ারেন্ট থাকলেও ধরেনি পুলিশ-CBI, তারমধ্যেই খুনে অভিযুক্ত আলিম, কোন রহস্যে অধরা? SIR নিয়ে দলের সম্পূর্ণ উল্টোপথে অবসরপ্রাপ্ত বিচারপতি ও তৃণমূল বিধায়ক। বললেন, 'অনুপ্রবেশকারীরা কেন ভোটার হবে? কেন তালিকায় থাকবে মৃতরা?' বহুতলে বুথ করার পক্ষেও জোরাল সওয়াল তৃণমূল বিধায়ক আব্দুল গনির। বেলডাঙায় 'বাবরি' চত্বরে শুরু নমাজ, সল্টলেকে রামমন্দিরের জন্য শুরু চাঁদা তোলা
আরও খবর...
পর্ণশ্রীতে ভুয়ো কলসেন্টারের হদিশ, গ্রেফতার ৭। পর্ণশ্রীর ব্রাহ্মসমাজ রোডে গ্রেফতার ৭। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত চলে অভিযান। ধৃতদের থেকে উদ্ধার বিপুল পরিমাণে মার্কিন ডলার সহ ৬টি মোবাইল ফোন। বাজেয়াপ্ত ৫টি ল্যাপটপ ও ২টি ওয়াই-ফাই রাউটার। 'আমেরিকার নাগরিকদের থেকে অ্যান্টিভাইরাস দেওয়ার নামে চলত প্রতারণা'। ডিভাইসের রিমোট অ্যাক্সেস নিয়ে চলত এই আর্থিক প্রতারণা: পুলিশ সূত্র।