GhantaKhanek Sange Suman (১১.০৩.২৫) পর্ব ২ : 'ক্ষমতায় এলে তৃণমূলের মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব,' হুঁশিয়ারি শুভেন্দুর

Continues below advertisement

Ghantakhanek Sange Suman: ভোটার লিস্টে ভূত ঢোকাচ্ছে কারা? তরজায় তোলপাড় বাংলা থেকে দিল্লি । ভুয়ো ভোটার-ইস্যুতে সংসদে তৃণমূলের পাশে কংগ্রেস, একসঙ্গে ওয়াকআউট । একে অপরের বিরুদ্ধে নালিশ জানাতে একইদিনে নির্বাচন কমিশনে বিজেপি-তৃণমূল । "ক্ষমতায় এলে তৃণমূলের মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব," হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। প্রায় ৮৩ বিঘার অমরাবতী মাঠে পুরসভার মদতেই প্রোমোটারের থাবা? মুখ্য়মন্ত্রীর নির্দেশের পর ৭২ ঘণ্টা পার, এখনও চেয়ার আঁকড়ে পানিহাটির পুরপ্রধান! । পদত্য়াগ করতে বলে ফোন করলেন ববি, 'চক্রান্ত' বলছেন পুর চেয়ারম্য়ান । SFI-নেত্রীকে নির্যাতনের অভিযোগ, সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখতে IG-কে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের 



Continues below advertisement








হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের


'শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওঁর সীমা লঙ্ঘন করা মোটেই উচিত নয়। আমি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক আপনাকে বুঝে নেবে', হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।


যাদবপুরকাণ্ডের জেরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত। যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি লালবাজারের। ক্যাম্পাসের কোন জায়গায় করা যায় আউটপোস্ট, সেই জায়গা চিহ্নিত করতে চিঠি লালবাজারের। বিশ্ববিদ্যালয়ের মধ্যে আউটপোস্টে ২৪ ঘণ্টাই থাকবে পুলিশ


তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজারহাটের চাঁদপুর। দলীয় কর্মীদের হাতেই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের আক্রান্ত হওয়ার অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। প্রতিবাদে উপপ্রধানের অনুগামীরা শিকরপুর মোড়ে রাস্তা অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের হঠিয়ে দেয়। গন্ডগোলের আঁচ ছড়িয়ে পড়ে রাজারহাট থানায়। তৃণমূলের দুই গোষ্ঠী থানার মধ্যে একে অপরের ওপর চড়াও হয় বলে অভিযোগ

Continues below advertisement
Sponsored Links by Taboola