ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১২.০৩.২৪): অর্জুনের অফিস থেকে সরল মমতা-অভিষেকের ছবি, বসল মোদির ছবি; নির্দল লড়ার হুঁশিয়ারি হুমায়ুনের
ABP Ananda
Updated at:
13 Mar 2024 10:11 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্জুনের অফিসে সাতসকালেই সরল মমতা-অভিষেকের ছবি, দুপুরেই বসে গেল মোদির ছবি। বরানগরে জিতে মন্ত্রিত্বের প্রস্তাবকে 'ললিপপ' বলে খারিজ ।
'ইউসুফ পাঠানকে দিয়ে অধীরকে হারানো যাবে না। নির্দল লড়ার হুঁশিয়ারি দিয়ে বললেন হুমায়ুন কবীর।