ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৪.১১.২৪) পর্ব ১: ফাঁসাচ্ছে সরকার: সঞ্জয় | দুর্নীতি অন্যান্য সরকারি হাসপাতালেও?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: "ফাঁসাচ্ছে সরকার, ভয় দেখাচ্ছে ডিপার্টমেন্ট"। চার্জ গঠনের দিনই নতুন দাবি খুন-ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়ের। আরজি করের মতো দুর্নীতি ছড়িয়ে SSKM-সহ বাকি সরকারি হাসপাতালেও? জল্পনা উস্কে বিস্ফোরক দাবি দুর্নীতিতে ধৃত সংস্থার কর্তার। শতবর্ষের বঙ্গ ফুটবলে বেনজির ঘটনা। এবার তৃণমূল প্রার্থীর সমর্থনে নজিরবিহীন প্রচার ময়দানের ৩ প্রধানের কর্তার। "মমতার পক্ষে একা এই লোড নেওয়া সম্ভব নয়, অভিষেক দলের দায়িত্বে এলে কর্মীরা অনুপ্রাণিত হবে"। অভিষেকের হয়ে সরাসরি ব্যাট ধরলেন সৌগত রায়।
আর জি করের নৃশংস ঘটনার পরপর, প্রাথমিকভাবে, কলকাতা পুলিশ সূত্রে বারবার দাবি করা হচ্ছিল, যে সঞ্জয় রায় তার দোষ কবুল করেছে, অর্থাৎ সেই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করেছে। কিন্তু আজ চার্জগঠনের দিন ধৃত সিভিক ভলান্টিয়ার প্রিজন ভ্য়ানে বসে দাবি করল যে, ''সরকারই তাকে ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট তাকে ভয় দেখাচ্ছে!'' অন্য়দিকে, আদালতে CBI জানিয়ে দিল, সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন OC-কে এখনই তারা ক্লিনচিট দিতে রাজি নয়। সন্দীপ ঘোষের ফোন পাওয়ার পরে, FIR করতে কেন অত দেরি করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছে CBI।