Ghantakhanek Sange Suman(০৯.১০.২০২৫) পর্ব ১: আগামী সপ্তাহেই রাজ্যে শুরু SIR, তার আগেই সপ্তমে সংঘাত | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: আগামী সপ্তাহেই রাজ্যে শুরু SIR, তার আগেই সপ্তমে সংঘাত। 'অফিসারদের হুমকি দিচ্ছে নির্বাচন কমিশন', বিস্ফোরক মুখ্যমন্ত্রী । 'SIR হলেই বাদ যাবে ১ কোটির বেশি নাম', আক্রমণে শুভেন্দু থেকে শান্তনু। জেলায় জেলায় বৈঠকে কমিশন, 'ভোট কাটার চক্রান্ত', পাল্টা তৃণমূলনেত্রী। 'SIR-এ আপত্তির কী আছে?', তৃণমূলের অবস্থানের সম্পূর্ণ উল্টো সুর সৌগতর। সতর্ক করছে নির্বাচন কমিশন, হুমকি দিচ্ছে রাজ্য সরকার। সংঘাতের মাঝে পড়ে চিঁড়ে-চ্যাপ্টা বুথ লেভেল অফিসাররা। খগেন মুর্মুর ওপর হামলায় ধৃত ৫, 'FIR-এর অভিযুক্তদের কী হল', প্রশ্ন বিজেপির ।
আরও খবর...
কম হোক বা বেশি, রাজ্য়ের বিভিন্ন প্রান্তেই বৃষ্টি হচ্ছেই। এই ফলে বিভিন্ন ছোট বড় জায়গায় জমে থাকছে জল। পুরসভা সূত্রে খবর, এমন জায়গাতেই মশার দ্রুত বংশবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে এবার কলকাতার বিভিন্ন মণ্ডপ সংলগ্ন জায়গা পরিদর্শন করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান ED-র। সল্টলেকে মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের লেকটাউনের বাড়িতেও ED.