ঘন্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ২, ১০.০২.২৫): SSC-র চাকরি বাতিল মামলায় শুনানি শেষ রায়দান স্থগিত

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: SSC-র চাকরি বাতিল মামলায়, আজও সুপ্রিম কোর্টে নির্ধারণ হল না কীভাবে আলাদা করা যাবে চাল ও কাঁকড়। শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখল সর্বোচ্চ আদালত। OMR শিট সংক্রান্ত তথ্য নিয়েই সন্দেহপ্রকাশ করল সুপ্রিম কোর্টে। এদিন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আপনি স্কুল সার্ভিস কমিশনের তথ্যের সঙ্গে NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের তথ্য মিলিয়ে দেখতেই পারেন। কিন্তু আমরা পঙ্কজ বনসলের তথ্য নিয়েও সন্দিহান। এদিন, প্রধান বিচারপতি SSC-র কাছে জানতে চান, চার্জশিট অনুযায়ী কত অবৈধ নিয়োগ হয়েছে? SSC-র তরফে জানানো হয়, প্রায় ৫ হাজার ১০০। তখন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এটা ১০ হাজার ৭৫০। একদিকে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, তখন কলকাতায় ধর্না চালিয়ে যাচ্ছেন যোগ্য় চাকরিপ্রাপকরা। আজ তাঁদের অনেকেরই দিন কাটল, আশা-আশঙ্কার দোলাচলে। সবাই এখন তাকিয়ে, রায়দানের দিকে। ABP Ananda Live