Mamata Banerjee: ভোটার লিস্ট থেকে যেন কারও নাম বাদ না যায়, BLO-দের বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananada LIVE: "ভোটার লিস্ট থাকে যাতে কারো নাম বাদ না যায়।" BLO-দের উদ্দেশে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এদিন বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, "এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।"
মমতার কথায়, "এই যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করানোর জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা DM-দের উচিত ছিল, অন্ততপক্ষে আমাকে জানানো। আমাকে না করুক, CS-কে জানানো। আপনারা BLO যেসব লিস্ট করেছেন...BLO-দের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থাকে যাতে কারো নাম বাদ না যায় তা দেখার। মনে রাখবেন, যখন থেকে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয় তখন থেকে এটা নির্বাচন কমিশন অধীনে যায়। তার আগে রাজ্য সরকার। আবার ভোটের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।"