ঘন্টাখানেক সঙ্গে সুমন:(পর্ব ২: ১২.১১.২৪): চুরি হচ্ছে 'তরুণের স্বপ্ন', গায়েব হয়ে যাচ্ছে ট্যাবের টাকা
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek sange Suman: ট্য়াব কেনার জন্য় সরকারি টাকা ঢোকার কথা পড়ুয়াদের অ্য়াকাউন্টে। কিন্তু কোথাও সেই ঢাকা গায়েব হয়ে যাচ্ছে! কোথাও আবার সেই টাকা ঢুকছে ভিনরাজ্য়ের অ্য়াকাউন্টে! ঘটনায় একাধিক জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর গায়েব হওয়া টাকার পরিমাণটা কয়েক কোটি! ট্য়াবের টাকা নিয়ে জালিয়াতির ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে যা তথ্য় উঠে আসছে, তা চোখ কপালে তোলার মতো! এই প্রতারকরা নাকি সরকারি পোর্টালে ঢুকে অ্য়াকাউন্ট নম্বরটাই বদলে দিয়েছিল! ট্য়াবের টাকা নিয়ে জালিয়াতির জেরে বড়সড় প্রশ্নের মুখে সরকারের ভূমিকা। প্রশ্ন উঠছে, কেন সুরক্ষিত করা হয়নি পোর্টালকে? অনেকে আবার বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার-সহ সরকারের প্রায় এক ডজন উন্নয়নমূলক প্রকল্পের টাকা তো সরাসরি গ্রাহকের অ্য়াকাউন্টে যায়, ওই ট্যাব কেনার টাকার মতোই। সেখানে এরকম ঘটনা ঘটবে না তো?