PM Modi Exclusive: 'যখন ঘর ছাড়লাম মাথায় তখন শুধু স্বামীজি-বাংলা-রামকৃষ্ণ মিশন', স্মৃতিচারণায় Exclusive মোদি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযতবারই তিনি কলকাতায় আসেন, ততবার কখনও বেলুড় মঠ, কখনও সিমলা স্ট্রিটে স্বামীজির (Swami Vivekananda) বাড়ি, কখনও বা বাগবাজারে মায়ের বাড়ি যান। রামকৃষ্ণ মঠ (Ramakrishna Math) ও মিশনের অধ্যক্ষের অসুস্থতার খবরে ছুটে এসেছেন হাসপাতালে। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'র সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন কীভাবে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। এবার লোকসভা ভোটের সপ্তম দফার আগে এবিপি আনন্দে (ABP Ananda) এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কথা বললেন নিজের বাসভবনে। মুখোমুখি এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (Suman De)। সেই সাক্ষাৎকারেও উঠে এল রামকৃষ্ণ মিশন ও রাজ্য রাজনীতিতে সাধুসন্ত প্রসঙ্গ।
এবিপি নেটওয়ার্ককে (ABP Network) দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাত্কারে ছেলেবেলার বেশ কিছু স্মৃতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শৈশবে তাঁর সাথে ঘটে যাওয়া একটি 'খারাপ লাগার' গল্পও সাক্ষাৎকারে বলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন 'আমার নিত্যদিনের জীবনে অপমান সহ্য করে চলেছি'। প্রধানমন্ত্রীর কথায়, "কেউ আমাকে কটূ কথা বললে আমি অবাক হই না এখন, কারণ আমরা ছোটবেলা থেকেই এসব দেখেছি এবং সহ্য করেছি।"