ঘণ্টাখানেক সঙ্গে সুমন (16.08.21) বিজেপির কর্মসূচি ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার। গ্রেফতার দিলীপ-শুভেন্দু। বাহিনী-পুলিশ ধস্তাধস্তি। তৃণমূলে যোগ সুস্মিতা দেবের। ২০ বছর পরে আফগানিস্তানে ফের তালিবান-যুগ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2021 02:36 PM (IST)
আজ থেকে তিয়াত্তর বছর আগে, দেশে-বিদেশে বইতে এভাবেই সংঘাত-বিধ্বস্ত কাবুলের (Kabul )বর্ণনা দিয়েছিলেন সৈয়দ মুজতবা আলি। সেই ছবি ফিরিয়ে এনে আবার তালিবানি (Taliban) শাসনের রাহুগ্রাসে আফগানিস্তান (Afghanistan)। প্রাণভয়ে দেশ ছাড়তে চাইছে হাজার হাজার মানুষ। বিমানবন্দরে আতঙ্কিত মানুষের ভিড়। গুলির শব্দ। এদিক-ওদিক ছড়িয়ে থাকা মৃতদেহ। উড়ন্ত বিমান থেকে পড়ে যাচ্ছে মরিয়া মানুষ -- এরকম অজস্র ভয়াবহ ছবি প্রত্যেক মুহূর্তে সামনে আসছে। আফগানিস্তানে এই পালাবদলে ভারত কতটা চ্যালেঞ্জের মুখে?