ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৬.০২.২৪): এবার ১০০ দিনের কাজে দুর্নীতি-তদন্তেও ঝাঁপাল ED। ABP Ananda Live
ABP Ananda
Updated at:
07 Feb 2024 07:44 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: শিক্ষা থেকে পুর নিয়োগ। রেশন, গরু-কয়লা পাচার থেকে চিটফান্ড। এতদিন বাংলার এই সব দুর্নীতির তদন্ত করছিল ED। এবার একশো দিনের কাজের (100 Days Work) দুর্নীতির তদন্তেও ঝাঁপাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। একযোগে চার জেলার ছ'জায়গায় চলল ম্য়ারাথন তল্লাশি। যাদের বাড়িতে রেড হল, তাঁদের কেউ পঞ্চায়েত কর্মী, কেউ আবার ডেপুটি ম্য়াজিস্ট্রেট। কেন্দ্রীয় বঞ্চনা ইস্য়ুতে, তৃণমূলের লাগাতার ধর্নার মধ্য়েই, কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান ঘিরে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ABP Ananda Live