ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ০৭.০৭.২২) : এক জনপ্রতিনিধি-সহ শাসক দলের তিন নেতাকে, একসঙ্গে নৃশংস খুন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2022 02:24 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবীন্দ্রনাথের শব্দ ধার করে বললে, ‘‘কাঁটা-আগাছার মতো/অমঙ্গল নাম নিয়ে/আতঙ্কের জঙ্গল উঠেছে।’’ আতঙ্কের জঙ্গলের কথাই মনে হয়, যখন জনবহুল এলাকায়, প্রকাশ্যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে যায়! একজন নয়, শাসক দলের তিন-তিনজন নেতাকে নৃশংসভাবে গুলি করে, গলা কেটে খুন করা হল ক্যানিংয়ে। স্বয়ং বিধায়ক বলছেন, মাত্র দু’দিন আগেই হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল পুলিশকে। আর তদন্তের আগেই এই ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। এর পাশাপাশি দেখাব, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে উপেন বিশ্বাসের সেই রঞ্জন ওরফে চন্দনের বাড়ি -- নিয়োগ-দুর্নীতি মামলায় দিকে দিকে আজ সিবিআইয়ের রেড। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের অনুষ্ঠানে।