ঘন্টাখানেক সঙ্গে সুমন (১১.০৩.২০২২): 'EVM কারসাজিতে জিতেছে BJP', সরব মমতা ; পাল্টা পুরভোটে CCTV-র পরীক্ষার দাবি শুভেন্দুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2022 08:02 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪ রাজ্যে জিতে ডুগডুগি বাজাচ্ছে, ২ বছর পর কী হবে কেউ জানে না। মোদির মন্তব্যের জবাব দিলেন মমতা। ইভিএম কারসাজিতে জিতেছে বিজেপি। উত্তরপ্রদেশে ইভিএমের ফরেন্সিক পরীক্ষার দাবি তৃণমূলনেত্রীর। রাজ্যে পুরভোটের সিসিটিভি পরীক্ষা করান, পাল্টা শুভেন্দু। গরুপাচার মামলায় আদালতের রক্ষাকবচ পেলেন না অনুব্রত। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই এজেন্সিকে আক্রমণ। ভোটে জিতে বললেন মোদি।