GKSS : ত্রিপুরায় ভোটে- দিকে দিকে হিংসা, রাজ্যপাল প্রসঙ্গে বাঙালি-আবেগ পাল্টা তৃণমূলের ? ABP Ananda
ABP Ananda
Updated at:
17 Feb 2023 08:35 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'ভুল হয়েছে, শোধরানোর সময় এসেছে' 'দেড় বছর সময় লেগেছে যুধিষ্ঠির হতে', হাইকোর্টে (Calcutta High Court) বিস্ফোরক স্বীকারোক্তি SSC-র। 'SSC-র অবস্থা এখন লেডি ম্যাকবেথের মতো', বললেন বিচারপতি সুব্রত তালুকদার। 'সব টাকা পার্থর', অর্পিতার বয়ানের পরেই মুখে কুলুপ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee )। ত্রিপুরায় ভোটে (Tripura Assembly Election) দিকে দিকে হিংসা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের ক্ষমতায় বিজেপি বলে নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী? উঠছে প্রশ্ন 'রাজ্যপালের উপদেষ্টামণ্ডলীতে বাঙালি আমলা নেই কেন?' বাঙালি-আবেগ উস্কে প্রশ্ন তৃণমূলের (TMC)।