GKSS : কংগ্রেসের বিগ বসের মতো আচরণ মানবে না তৃণমূল, নজরে পঞ্চায়েত, জেলাভিত্তিক বৈঠক মমতার।ABP Ananda
ABP Ananda
Updated at:
18 Mar 2023 08:11 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকংগ্রেসের (Congress) বিগ বসের মতো আচরণ মানবে না তৃণমূল (TMC)। কালীঘাটে দলীয় বৈঠকের পর তীব্র আক্রমণ সুদীপের । নজরে পঞ্চায়েত, মাসে ৩টি জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠক মমতার (Mamata Banerjee)। দুর্নীতিতে জিরো টলারেন্স বলেও কেষ্ট-মানিকে নীরব শাসক দল। শান্তনুর ২৫টি ও কুন্তলের ১০টি অ্য়াকাউন্ট ফ্রিজ করল ED। কুন্তলের ৪৪ লক্ষ টাকা ফেরালেন বনি, সোমা ফেরালেন প্রায় ৫৬ লক্ষ। 'প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব'। এবার SSC-কে হুঁশিয়ারি বিচারপতি মান্থার।
(পর্ব- ১)