Ghanta Khanek Sange Suman: নিয়োগ-দুর্নীতিতে ABP আনন্দর অন্তর্তদন্ত।অযোগ্যদের তালিকায় প্রতিবাদের মুখ!
ABP Ananda
Updated at:
03 Dec 2022 08:56 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅযোগ্যদের মুড়ি-মুড়কির মতো নিয়োগপত্র বিলি! শূন্যপদের থেকেও বেশি নিয়োগপত্র! এবিপি আনন্দে মুখ খুললেন নিয়োগপত্র পেয়েও চাকরি না পাওয়ারা।
৩ বছর আগে প্রতিবাদের মুখ, রহস্যময়ভাবে অযোগ্যদের তালিকায়! আন্দোলন ভাঙতে চাকরির ঘুষ? উঠছে প্রশ্ন।
ট্রাফিক আইন ভাঙার দায়ে শুভেন্দুর জরিমানা ১১ হাজার টাকা। লালবাজারে বিরোধী দলনেতা, ফুটেজ চেয়ে ছুড়লেন পাল্টা চ্যালেঞ্জ।
বাঙালি বিদ্বেষী মন্তব্য বিজেপি নেতা পরেশ রাওয়ালের। নিন্দার ঝড় রাজ্যজুড়ে। দিকে দিকে এফআইআর। বিতর্কের মুখে ক্ষমা চাইলেন অভিনেতা।