Ghanta Khanek Sange Suman পর্ব: ১ (২২.১১.২৩) : মোদির উপস্থিতিতে গীতাপাঠ,পুরসভার উদ্যোগে দেব দীপাবলি
ABP Ananda | 24 Nov 2023 10:55 PM (IST)
Ghanta Khanek Sange Suman : ভোট এগোতেই রাজনীতির বাতাসে নড়ে ধর্মের কল। একদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গীতাপাঠ, অন্যদিকে পুরসভার উদ্যোগে দেব দীপাবলি। এপ্রিলেই দিঘায় সরকারের জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এপ্রিলেই বড় করে রামনবমী পালনের উদ্যোগ বিশ্ব হিন্দু পরিষদের।