Ghanta Khanek Sange Suman পর্ব ১ (২৮.০৮.২৩): পুলিশ-প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে বিস্ফোরকের কারবার
ABP Ananda | 29 Aug 2023 09:12 AM (IST)
Ghanta Khanek Sange Suman: ভয়াবহ বিস্ফোরণ! ছিন্নভিন্ন ন'টি দেহ!পুলিশ-প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছিল বিস্ফোরকের কারবার। এগরার সাড়ে ৩ মাস পর ফের বোঝাল দত্তপুকুর। বিস্ফোরণস্থলের অদূরেই বিস্ফোরকের ল্যাবরেটরি! উস্কে দিল খাগড়াগড়ের স্মৃতি। কেন ল্যাবে তরল রাসায়নিক? কোথা থেকে এল বিদেশি সরঞ্জাম? 'ভোটের আগে অভিষেককে গ্রেফতার করতে চায় এজেন্সি', বিস্ফোরক অভিযোগ মমতার। 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদ ED-র।