Ghanta Khanek Sange Suman (০২.০১.২০২৪) পর্ব ১ : বছর শুরুতেই তৃণমূলে বিভাজন-বিবাদ | ABP Ananda LIVE
ABP Ananda | 03 Jan 2024 07:16 AM (IST)
Ghanta Khanek Sange Suman: বছরের শুরুতেই শাসকের ঘরে বিভাজন-বিবাদ (TMC Controversy) । রাজ্য সভাপতিকেই সরাসরি নিশানা রাজ্য সাধারণ সম্পাদকের। "অনেক নেতার সফটওয়্যার আপডেট দরকার," প্রবীণ নেতাদের সরাসরি আক্রমণ অশোকনগরের বিধায়কের(Narayan Goswami)। "দলের রাশ মমতার হাতেই," সাফ মন্তব্য ববির (Firhad Hakim) । "সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব," সওয়াল দলের মুখপাত্র ঋজু দত্তের। "পুরোটাই নাটক, চিত্রনাট্য বিজেপির, তাই ED-CBI চুপ," কটাক্ষ অধীরের (Adhir Chowdhury)।