GhantaKhanekSangeSuman পর্ব ১(০৮.০৯.২৩):পঞ্চায়েতের জয়ের ধারা অব্য়াহত রেখে ধূপগুড়ি পুনর্দখল তৃণমূলের
ABP Ananda
Updated at:
09 Sep 2023 07:54 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: পঞ্চায়েতের জয়ের ধারা অব্য়াহত রেখে ধূপগুড়ি পুনর্দখল তৃণমূলের। 'অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর', বললেন খোদ বিজেপি প্রার্থী। রেজিস্ট্রারদের নিয়ে বৈঠক শিক্ষামন্ত্রীর, হাজির মাত্র ১২ জন। একই দিনে অন্তর্বর্তী উপাচার্যদের নিয়ে গঙ্গাপুজো রাজ্যপালের। 'তৃণমূলে যোগ দিতে মোটা টাকার অফার ছিল। বিস্ফোরক দাবি ঝালদার কংগ্রেসত্য়াগী কাউন্সিলরের স্ত্রীর। পুলিশ ও CRPF-এর নিরাপত্তায় খেজুরিতে বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। যাদবপুরকাণ্ডে এবার পকসোর ধারা, তদন্তে হোমিসাইড।