Ghanta Khanek Sange Suman (০৪.০৮.২০২৩ পর্ব ১): লরির ধাক্কায় শিশুর মৃত্যু!|তৃণমূল সাংসদের 'গুণ্ডামি'!
ABP Ananda
Updated at:
05 Aug 2023 09:08 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলরির ধাক্কায় শিশুর মৃত্যু, রণক্ষেত্র বেহালা। পুলিশের গাড়িতে আগুন, পরপর বাস ভাঙচুর, ঘণ্টার পর ঘণ্টা অবরোধ। স্কুলের দোরগোড়ায় ফাটল কাঁদানে গ্যাসের শেল, আতঙ্কে পড়ুয়া থেকে শিক্ষক।ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ট্রাফিক গার্ড টোলপ্লাজায় তৃণমূল সাংসদের 'গুণ্ডামি'। কর্মীকে গলাধাক্কা সুনীল মণ্ডলের, নিন্দার মুখে ভোলবদল। মোদি-পদবি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি। কারাদণ্ডে স্থগিতাদেশ, সংসদে ফিরছেন রাহুল গাঁধী ABP Ananda Live