Baguihati News: ১১ দিন পার, এখনও অধরা কাউন্সিলর, একজন কাউন্সিলরকে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন ? | ABP Ananda LIVE

ABP ANANDA LIVE: ১১ দিন পার, এখনও অধরা বাগুইআটিতে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। শাসক বলেই ছাড়? পুলিশ ধরছে না, না কি ধরতে চাইছে না? লোকদেখানো তল্লাশি? কেন ব্যবস্থা নিচ্ছে না দল? উঠছে প্রশ্ন। শাসক বলেই অধরা?

আরও খবর...

লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনকে লজিস্টিক সাপোর্ট দিত ক্যানিং থেকে ধৃত কাশ্মিরী জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। সে যে আইইডি বিস্ফোরক তৈরিতে অত্যন্ত প্রশিক্ষিত তা আগেই প্রকাশ্যে এসেছে। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালাতে সক্ষম সে। আল-কায়দার কাছ থেকে পেয়েছিল প্রশিক্ষণ। এর পাশাপাশি এবার জানা গিয়েছে যে, ক্যানিং থেকে ধৃত জাভেদ জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাত। সেই সেন্টারের নাম ছিল তেহরিক-ই-মুজাহিদিন। ১৯৯০ সালে পাকিস্তানে জঙ্গি-প্রশিক্ষণ শেষ করে জাভেদ মুন্সি। পাকিস্তানের করাচিতে হয় তার আইইডি প্রশিক্ষণ। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনের ঘটনায় অভিযুক্ত এই জাভেদ আহমেদ মুন্সি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola