ঘণ্টাখানেক সঙ্গে সুমন (08.12.21): তামিলনাড়ুতে ভয়াবহ কপ্টার-ক্র্যাশ। সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত-সহ ১৩জনের মৃত্যু। কীভাবে ঘটল দুর্ঘটনা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল স্থল, বায়ু ও নৌসেনা, তিন বাহিনীর শীর্ষ পদাধিকারীর। তামিলনাড়ুর কুন্নুরে, পাহাড়ঘেরা জঙ্গলে আছড়ে পড়ল দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ,’ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার। জেনারেল রাওয়াত এবং তাঁর স্ত্রী-সহ, কপ্টারের চোদ্দজন যাত্রীর মধ্যে তেরো জনেরই মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। হেলিকপ্টারে আগুন লেগে যাওয়ায়, কয়েকজনের দেহ এতটাই পুড়ে গিয়েছে, যে সনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করতে হচ্ছে। এই ভয়াবহ ঘটনা যে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন এই ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে? যান্ত্রিক ত্রুটি? হিউম্যান এরর, মানে পাইলটের কোনও ভুল? খারাপ আবহাওয়া? নাকি অন্য কিছু? নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বহু বিশেষজ্ঞ।