Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (17 November, 2021) : ভোটের টিকিট বিলিতে বিজেপিতে টাকা-নারীর ব্যাপক ব্যবহার। তথাগতর মন্তব্যে তোলপাড়। তৃণমূলের মুখপত্রে লিখলেন বিক্ষুব্ধ প্রবীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ‘কামিনী–কাঞ্চনই যোগের ব্যাঘাত।’ সাধকরা কামিনী-কাঞ্চন-সুরা থেকে দূরে থাকারই উপদেশ দেন। কিন্তু বঙ্গরাজনীতি, আজ ওই তিনের ত্র্যহস্পর্শেই, একেবারে তোলপাড়। দুটো শব্দ, নোট আর নটী। তথাগত রায়ের বিস্ফোরক অভিযোগ ঘিরে তরজা তুঙ্গে। বিজেপির আরও এক বিক্ষুব্ধ প্রবীর ঘোষাল, আজ তৃণমূলের মুখপত্রে লিখলেন, ‘বিজেপিতে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি।’ কামিনী-কাঞ্চনের পাশাপাশি সুরা-প্রসঙ্গও আজ উঠল বঙ্গরাজনীতিতে। আজ বিধানসভায় বিজেপি বিধায়করা প্রশ্ন তোলেন, ‘সরকার বিদেশী মদের দাম কমাতে পারে, কিন্তু পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে না কেন?’ পাশাপাশি আজ গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় হাইকোর্টের তীব্র ভর্তসনার মুখে পড়লেন SSC-র সচিব। এই সমস্ত কিছু নিয়েই আলোচনায় আসব, তবে শুরুতেই দেখব, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বিস্ফোরক অভিযোগে, আরও কতটা ঘুলিয়ে উঠল রাজনীতির ঘোলা জল।